HEALTH & WELLNESS STOMACH & THROAT - CAREVED: SEDORIL - COUGH RELIEF:-
Description:
Useful in irritating cough and Bronchitis,
Bronchial Asthama, Asthmaticus emphysema spastic
Bronchitis, Broncho-spasm of various allergies
In this blog ,you will find health is wealth,best health tips ,food and health ,health awareness ,eating the right food ,the functions of herbs ,stay healthy ,get wealthy ,fight for health and wealth ,health for baby ,health world ,fight against diseases . .
Useful in irritating cough and Bronchitis,
Bronchial Asthama, Asthmaticus emphysema spastic
Bronchitis, Broncho-spasm of various allergies
It is an Ayurvedic propriety product and doesn’t have any side effects. However, some people may feel sensations on their hands and feet. But that is normal as that indicates that the product is working. Once you start recovering the sensation starts reducing. This product acts as a panacea for diabetes, made up of rare herbs found in Indian Subcontinents.
Patients with chronic diabetic conditions, who are under insulin dosage can administer this product, as it does not have any side effects.
By continuously taking this product for a period of 6 months, you may find that your sugar levels can be controlled till normal. People who do not have diabetes or any symptoms can also take this product as a preventive method for an improved lifestyle. Such people can take this dose in a regulated manner - 2 times a week.
পমাত্রা কমলেই জল কম খাওয়ার প্রবণতা বাড়ে। কিন্তু এই মরসুমে রোগের হাত থেকে বাঁচতে গেলে হাইড্রেটেড থাকা জরুরি। দেহে পর্যাপ্ত পরিমাণ জল থাকলে, একাধিক রোগের ঝুঁকি কমে। জলের পাশাপাশি চিকিৎসকেরা ডাবের জল ও ফলের রস পান করার পরামর্শ দেন। শরীরের জন্য দুটোই উপকারী। কিন্তু পুষ্টির দিক দিয়ে কে এগিয়ে, ডাবের জল নাকি ফলের রস? চলুন জেনে নেওয়া যাক।
আপনি যদি চিনি পরিমাণ দেখে বাছাই করতে চান, তাহলে ডাবের জল পান করুন। ফলের রসের মধ্যে শর্করার পরিমাণ বেশি থাকে। তাই ডায়াবেটিসের রোগীদের ফলের রস না পান করাই ভাল। অন্যদিকে, ডাবের জলে চিনির পরিমাণ কম। তাই ডাবের জল পান করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ভয় নেই। ডাবের জল পুষ্টির ভাণ্ডার। ডাবের জলে যেসব ভিটামিন ও মিনারেল পাওয়া যায়, সেগুলো শরীরে পুষ্টি জোগাতে এবং ত্বকের স্বাস্থ্য গঠনে সাহায্য করে। অন্যদিকে, ফলের রসের মধ্যে ভিটামিন এ, বি, সি এবং ই সমৃদ্ধ হয়। পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিক পদার্থের সমৃদ্ধ উৎস। ক্যালোরির দিক দিয়ে বিবেচনা করলেও ডাবের জলে ফলের রসের তুলনায় ৬০% কম ক্যালোরি রয়েছে। যেমন ধরুন, ১০০ গ্রাম আপেলের রসে ৪৬ ক্যালোরি থাকে। কিন্তু একই পরিমাণ ডাবের জলে ১৮.৪ ক্যালোরি থাকে। তাই আপনি যদি ক্যালোরি গ্রহণের পরিমাণ কমাতে চান, তাহলে ডাবের জল পান করুন। |
আপনি যদি সারাদিন জুড়ে ক্লান্তি, দুর্বলতা অনুভব করেন, তাহলে ফলের রস পান করুন। ফলের রসের মধ্যে বিভিন্ন ভিটামিন রয়েছে। এটি রক্তাল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে। পাশাপাশি ফলের রস বিপাকীয় হার বাড়াতে সাহায্য করে। ফলের রস পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে, খালি পেটের ফলের রস পান করবেন। তার চেয়ে খালি পেটের ডাবের জল পান করা উপকারী।
![]() |
Food for bone health |
চিকেনের মধ্যে যেমন প্রোটিন থাকে তেমনই থাকে কোলাজেন। আর তাই বেশি করে চিকেন খান, রোজ দু পিস চিকেন খেলে কোনও ক্ষতি নেই।
ডিমের মধ্যেও ক্যালশিয়াম থাকে প্রচুর পরিমাণে। আর ডিমের সাদা অংশের মধ্যে থাকে প্রোটিন। এছাড়াও ডিমের মধ্যে থাকে প্রোলিন নামের অ্যামাইনো অ্যাসিড। যা শরীরে কোলাজেন তৈরি করতে সাহায্য করে। এই কোলাজেন হাড়ের পুষ্টি ও বিকাশে খুব সাহায্য করে।
HEALTH & WELLNESS STOMACH & THROAT - CAREVED: SEDORIL - COUGH RELIEF:- Description: Useful in irritating cough and Bronchitis, ...