Saturday, September 30, 2023

FISTULA , HERNIA AND DRAIN BLOW ( ভগন্দর , হার্নিয়া এবং নালী ঘা ):-

banner banner




                               

🌲 FISTULA , HERNIA AND DRAIN BLOW (  ভগন্দর , হার্নিয়া এবং নালী ঘা  ):-

                        *FISTULA* 


This is around the anus. This does not dry easily. This is why it is often drained. At first, it is like a rash on the side of the anus and slightly itchy. After a few days, the pain and swelling occur and the affected area ripens. There is pus and unbearable pain.



2. TREATMENT-


The pain is relieved by washing the affected area with boiled neem leaves and water. This disease should be treated by any established kabiraj(Ayurvedic Doctor).


3. DIET


Nutritious food and digested food should be eaten. Fish, meat, and junk food should not be eaten. Spicy food should not be eaten.


4. SPECIAL NOTE

Chandshir's (kabiraji treatment) treatment of this disease works very well.

                             

                               ** HERNIA**


1. SYMPTOMS-  

 In this disease the intestine enters the testicles in the navel through the groin .symptoms include fever, vomiting, hiccups, and bloating This disease is caused by lifting heavy objects, constipation, overwork, excessive pressure on the abdomen during defecation, etc. Gradual intestinal decay can lead to death.


2. TREATMENT-


When the patient is lying on his back and the leg is held high, the bowel automatically enters its proper place. Boiling hot water in the place of pain gives relief. Belts should be used by a qualified physician.


3. DIET- 


Drink soft and nutritious food. Spicy food should not be eaten.


                               ***DRAIN BLOW***


1. SYMPTOMS-


Due to injury or any other reason, some places become swollen. If this pus is not taken out in time, it becomes like a hole inside the flesh. This is called DRAIN BLOW. 


2. TREATMENT-


First you have to boil the neem leaves in water. Then the affected area should be soaked with this water. If you soaked for a while, the place will become soft and fluffy. Now you have to push out the inner pus. Now make the following formula ointment and apply it.


3. DIET- 


50 grams coconut oil, 25 grams neem leaf juice, 2 grams sulfur dust, 5 grams mulberries, 1 gram marijuana powder, 25 grams apang leaf juice together with fire to thicken it will be like ointment.

banner

............................................................................................................
                                      * বঙ্গানুবাদ *
............................................................................................................
                                      * ভগন্দর* 

১. লক্ষণ

এই রোগে মলদ্বারের চারধারে ক্ষত হয়। এই ক্ষত সহজে শুকোয় না। এজন্য প্রায়ই নালী বা শোথ হয়। প্রথমে মলদ্বারের পাশে একটি গোটা বা ফুঁসকুঁড়ি মতো হয় ,সামান্য চুলকায়। কয়েকদিন পর ব্যাথা ,ফোলা দেখা দেয় এবং আক্রান্ত স্থান পেকে যায় ও পুঁজ পড়ে ,অসহ্য যন্ত্রনা সৃষ্টি হয়। 


২. চিকিৎসা : 

আক্রান্ত স্থান নিমপাতা সেদ্ধ জল দিয়ে ধুয়ে ফেললে যন্ত্রণার উপশম হয়। এই রোগের চিকিৎসা যে কোন প্রতিষ্ঠিত কবিরাজকে দিয়ে করানো উচিত। 


৩. পথ্য :

 মাছ ,মাংস এবং সব ধরণের খাবার এবং মশলা খাওয়া উচিত নয়। লঘু অথচ পুষ্টিকর খাবার খাওয়া উচিত। 


৪. বি : দ্রঃ - এই রোগের চাঁদসীর চিকিৎসা খুবই কার্যকরী। 


                                          **হার্নিয়া ** 


১. লক্ষণ : 

এই রোগের অন্ত্র ( পেটের নাড়িভুড়ি ) ,কুঁচকিতে ,নাভিতে বা কোঁথ অন্ডকোষে প্রবেশ করে।  জ্বর ,বমি ,হেঁচকি ,পেট ফোলা প্রভৃতি লক্ষণ দেখা যায়। ক্রমশঃ অন্ত্র পচে গিয়ে মৃত্যু হতে পারে। ভারী জিনিস তোলা ,কোষ্ঠকাঠিন্য ,বেশি পরিশ্রম করা ,মল -মূত্র ত্যাগের সময় বেশী কোঁথ দেওয়া ,পেটে বেশী চাপ পড়া বা বার্ধক্যে শরীর শিথিল হওয়া প্রভৃতি কারণে এই রোগ হয়। 


banner

২. চিকিৎসা :  

রোগীকে চিৎ করে শুইয়ে পা দু'টো উঁচু করে ধরলে অন্ত্র আপনা আপনি যথাস্থানে ঢুকে যায়। ব্যাথার জায়গায় গরম জলের সেঁক দিলে আরাম হয়। উপযুক্ত চিকিৎসক দেখিয়ে কোটিবন্ধনী ব্যবহার করা উচিত। 


৩. পথ্য : 

মিছরির সরবত ,হালকা ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত। 

                                    ***   নালী ঘা *** 


১. লক্ষণ : 

আঘাত ,ফোঁড়া বা অন্য কোনো কারণে কিছুটা জায়গা ফুলে ওঠে ,পাকে ,পুঁজ হয়। এই পুঁজ সময় মতো বের না করে দিলে মাংসের ভিতরে ক্ষত হয়ে গর্তের মতো হয়। একেই নালী ঘা বলে। 

banner
২. চিকিৎসা :

প্রথমে নিমপাতা সেদ্ধ করা জল দিয়ে আক্রান্ত স্থানে সেঁক দিতে হবে। কিছুক্ষন সেঁক দিলে জায়গাটা নরম তুলতুলে হয়ে যাবে। এবার চাপ দিয়ে ভিতরের পুঁজ বের করে দিতে হবে। এবার নীচের ফর্মূলার মলম তৈরী করে লাগাতে হবে। 


ফর্মূলা - 

৫০ গ্রাম নারকেল তেল ,নিমপাতার রস ২৫ গ্রাম , ২ গ্রাম গন্ধক চূর্ণ ,৫ গ্রাম তুঁতে ,১ গ্রাম মুদ্রাশংখ চূর্ণ ,১ গ্রাম গাঁজা ,আপাং পাতার রস ২৫ গ্রাম একত্রে জল দিয়ে ঘন করে নিতে হবে। এটাই মলমের মতো হবে। 


৩. পথ্য :

লঘু অথচ পুষ্টিকর খাবার খাওয়া উচিত। উত্তেজক দ্রব্য ,মাংস ,ডিম , মশলা ,টক খাওয়া নিষেধ। 

banner

No comments:

Post a Comment

HEALTH & WELLNESS STOMACH & THROAT - CAREVED: SEDORIL - COUGH RELIEF

  HEALTH & WELLNESS STOMACH & THROAT -  CAREVED:  SEDORIL - COUGH RELIEF:-  Description: Useful in irritating cough and Bronchitis, ...

Contact Form

Name

Email *

Message *